১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৮/ রবিবার
মে ১৯, ২০২৪ ৮:০৮ পূর্বাহ্ণ

ইতালির যে শহরে চীনারা হিরো

     

চীনে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। চীনের নাগরিকেরা বাঁচার উপায় হিসেবে ঘরে থাকাকেই বেছে নিয়েছিলেন। চীনা এই পদ্ধতি ব্যবহার করার ফলে ইতালির প্রাতো শহরের ৫০ হাজার চীনা বংশোদ্ভূত নাগরিকের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। জনস হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্যমতে, ইতালিতে সর্বশেষ ১ লাখ ৫ হাজার ৭৫২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১২ হাজার ৪২৮ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো ঘটনায় ইতালিতে এত মানুষ মারা যায়নি। আর ইতালির প্রাতো শহরের ৫০ হাজার চীনা বংশোদ্ভূত মানুষের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স। অবিশ্বাস্য এ ঘটনার কারণ হিসেবে রয়টার্স জানিয়েছে, প্রাতোর চীনা বংশোদ্ভূত মানুষেরা চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে রক্ষা করেছে। এই শিক্ষা হলো, ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা। গত জানুয়ারির শেষ দিকে প্রাতোর চীনা বংশোদ্ভূত লোকজন নিজেরাই লকডাউন করে ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নেয়।সবটুকু খবর পড়তে ক্লীক করুন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply