২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ

পটিয়ায় নবনির্মিত স্কুল ভবন পরিদর্শনে হুইপ সামশুল হক শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন হয়েছে

     

জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। এর মধ্যে বিনা মূল্যে বই বিতরন, উপবৃত্তি, মাল্টিমিডিয়া ক্লাস, স্কুল ফিডিংসহ সরকারের নানা পদক্ষেপ সুফল বয়ে এনেছে। বিশেষ করে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাওয়ায় শিক্ষার প্রতি সবার আগ্রহ বেড়েছে। শিক্ষা খাতে এত উন্নতির কারণেই দেশে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি মাদরাসা শিক্ষা আধুনিকায়ন করা হয়েছে। দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান ভবন করা হয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্বপোরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় শিক্ষা খাত এগিয়ে যাচ্ছে।
তিনি গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পটিয়ার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবন পরিদর্শন শেষে এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, চরকানাই স্কুলের সভাপতি স.ম ইসকান্দর, উপজেলা আ’লীগ নেতা নুরুল আলম, ফৌজুল কবির কুমার, মো. হারুন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ.লীগ সভাপতি মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কোলাগাঁও আ’লীগ সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, সাবেক উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, আশরাফুল আলম শামীম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলমগীর চৌধুরী, যুগ্ন আহবায়ক মো. মনজুর, সাবেক সভাপতি তাজুল ইসলাম, কোলাগাঁও যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, পাচুরিয়া ব্যাবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফ, সাবেক সাধারণ সম্পাদ খোরশেদ আলম,ছাত্রলীগ নেতা নয়ন শর্মা, আনিছুর রহমান, আরাফাত শাকিল, মো. মুছা, মো.বাবু, শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply