৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪১/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

রাউজানে স্কুল ফিডিংয়ের তৃতীয় বর্ষপূতিতে টিফিন বক্স বিতরণ

     

দেশে প্রথমবারের মত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় উপজেলা পর্যায়ে স্কুল ফিডিংয়ের তিন বছর পূর্তি উপলক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা পাচ্ছে উন্নতমানের টিফিন বক্স। এ উপলক্ষে আজ  ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহি বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিউ মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো.হারুনুর রশিদ, শিক্ষানুরাগি সদস্য সিরাজুল হক, দাতা সদস্য মোহাম্মদ খালেদ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অশোক কুমার বড়–য়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সিনিয়র শিক্ষক মো. মোরশেদ আলম, প্রণব বৈদ্য, মুন্নি রানী শীল, হালিমা বেগম, জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রথমবারেরমত বেসরকারী উদ্যোগে তিন বছর স্কুল ফিডিং চলমান থাকার ঘটনা রাউজানেই প্রথম। পরে এ কর্মসূচির উদ্যোক্তা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply