২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১৫/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত

     

 

ঢাকা, ১০ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০-১২-২০১৯) খুলনাস্থ শহীদদের মাজারে ভারপ্রাপ্ত কমান্ডার খুলনা নেভাল এরিয়া কমডোর এস এম মনিরুজ্জামান পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান করেন। পরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল অমিন এর নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া, বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply