৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১০/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ২:১০ পূর্বাহ্ণ

বরমা কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

     

চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে বরমা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কাল পতাকা উত্তোলন, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ইত্যাদি। অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, অধ্যাপক মোহাম্মদ আনিসুল মালেক ও অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব।
বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নন্দিত নেতা এবং রাজনীতির মডেল। তিনিই স্বাধীনতার ঘোষক, তিনিই জাতির পিতা। সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ড বনের পাশবিকতাকেও হার মানিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল প্রকৃত অর্থে দেশকে সোনার বাংলা ও সুখী সমৃদ্ধশালী করার। তাঁরই কন্যা সে স্বপ্ন পূরণ করতে আজ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। রূপকল্প বাস্তবায়ন হলে দেশ সুখী স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply