৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১৭/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ

ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

     

 

ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সভাপতি হাবিবুর রহমান তারেক ও সাধারন সম্পাদক ইলিয়াছ উদ্দীনের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ মামুন, সৈয়দ আনিসুর রহমান, মোঃ সালাহ উদ্দিন, শফিকুল ইসলাম শাকিল, রাকিব হায়দার, সোহেল রানা, রফিকুল ইসলাম পায়েল, শাহাদাত হোসেন হীরা, ইমাম হোসেন ইমন, ফজলে রাব্বি, ফাহাদ আলম, ওমর গণি প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ সহ প্রচন্ড রোদ্রতাপ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতে বৃক্ষ রোপন খুবই জরুরি। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রত্যেকেই নিজের কর্মস্থল ও বাসস্থানে একটি করে বনজ, ফলদ এবং ভেষজ গাছ লাগান। ছেলেমেয়েদেরও বৃক্ষরোপণ কাজে উদ্বুদ্ধ করুন।” বনভূমি উন্নয়নে সরকারি উদ্যোগে বনজ সম্পদ উন্নয়ন ও তার সুষ্ঠু ব্যবহারের জন্য সরকার বাংলাদেশ বন শিল্প উন্নয়ন সংস্থা গড়ে তুলেছে। গঠন করেছে বন ও গবেষণা প্রতিষ্ঠান। সংরক্ষিত বনাঞ্চল থেকে বেসরকারিভাবে কাঠ ও অন্যান্য দ্রব্য আহরণ নিষিদ্ধ করেছেন। বনভূমি সম্প্রসারণের জন্য বনের আশেপাশের জমি সরকারি দখলে নেয়া হয়েছে এবং সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply