৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৮/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় বন্য হাতির তান্ডব ২টি বসত ঘর গুড়ে গেল

The Elephants from Dalma sanctuary from Jhadkhand riched in Jadibali Forest range in Nilgiri, Balasore

     

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী আমিন বাপের পাড়ার পাহাড়ি এলাকায় বন্য হাতি তান্ডব চালিয়ে ২টি বসত ঘর গুড়িয়ে দিয়েছে।

৪ জুলাই ( বৃহস্পতিবার ) দিনগত রাত ২ টার দিকে একদল বন্য হাতি লোকালয়ে ঢুকে তান্ডব চালায় বলে জানান বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান এম ডি জুনাঈদ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন,স্থনীয় ছাত্রলীগ নেতা আবদুল আউয়াল ও ইমাম মাওলানা ফয়জুল্লাহ । তবে কেউ হাতাহত না হলেও ক্ষয়ক্ষতি পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ।

স্থানীয় ইউপি সদস্য মো: রফিক উদ্দিন সিটিজি টাইমসকে জানান, গভীর রাতে একদল বন্য হাতি এলাকায় প্রবেশ করে।

এ সময় বসত বাড়ি ভাংচুর চালালে কোন রকম তাদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র পালিয়ে প্রাণে রক্ষা পায়। পরে তাদের শৌর চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে বন্য হাতি গুলো ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, বর্তমানে বন্য হাতির তান্ডবে অসহায় পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply