৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৬/ রবিবার
মে ৫, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

শার্শায় অবৈধ বালি উত্তলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড

     

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় অবৈধ ভাবে বালি উত্তলনের অভিযোগে মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১৮ লাখ টাকা মুল্যের ৫০ হাজার সিএফটি বালি জব্দ করেন। দন্ডপ্রাপ্ত মোজাম্মেল উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা এ কারাদন্ড প্রদান করেন।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে অভিযোগ আসে শার্শার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের কায়রের বিলে অবৈধ ভাবে বালি উত্তলন করা হচ্ছে। পরে তিনি অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মুল্যের ৫০ হাজার সিএফটি বালি জব্দ করেন। এসময় বালি উত্তলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতা বলে অভিযুক্ত মোজাম্মেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে অংশ নিয়ে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply