২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩০/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামে ভূমিকম্প 

     

প্রকাশ: ২০১৯-০৪-১৫ ০৯:৫০:১৯ || আপডেট: ২০১৯-০৪-১৫ ১০:০০:০০

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ রিখটার স্কেলের মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

ভারত-মিয়ানমার সীমান্তে অনুভূত ভূমিকপম্পে কেঁপে উঠেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৭টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল সমতলের ৫৩ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পের কারণে চট্টগ্রামের কোথায়ও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন  বলেন, ‘ভূমিকম্পের পর আমরা খোঁজ নিয়েছি৷ এখন পর্যন্ত কোথায়ও কোনও দুর্ঘটনার খবর পাইনি।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply