৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৬/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তালতলীতেউপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

     

কে.এম. রিয়াজুলইসলাম

বরগুনার তালতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার জনগনের টাকা আত্মসাৎ ও ভূমি দস্যুতা ধামাচাপা দেয়ার জন্য আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভুল সংবাদ পরিবেশন করেছে। শনিবার উপজেলা চেয়ারম্যান (মন্ত্রনালয় থেকে অব্যাহতিপ্রাপ্ত) মনিরুজ্জামান মিন্টু তার শহরস্থ বৈঠকখানায় এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেন, তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের আমন্ত্রনে ১৩ মার্চ সেখানে গিয়েছিলাম। ওখানে ক্ষতিগ্রস্থ জেলেদের পক্ষে কথা বলায় আমার প্রতিপক্ষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার তার বাহিনীসহ গিয়ে অযথা তর্ক বাঁধায়। সেখানে পিস্তলটি উচিয়ে কোন ধাওয়া করা হয়নি এবং কেউ পিস্তল উচিয়ে ধাওয়ার করার কোন ছবি দেখাতে পারবেনা। পরে সাংবাদিকদের কাছে পিস্তল নিয়ে ধাওয়া করার মিথ্যা সংবাদ দেয়। ঐ সংবাদটি কয়েকটি প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিতহয়। নিজেকে সমাজের কাছে বড় হওয়ার মানষে ও রাজনৈতিক যোগ্যতার অভাবে কারোরই এভাবে প্রতিহিংসার রাজনীতি করা উচিত নয়। সংবাদ সম্মেলনে তালতলী প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি,সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply