২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে দুই মাস পর ভিজিডি কার্ডের মাল বিতরণ

     

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই মাস পর ভিজিডি কার্ডের মাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে মাল বিতরণের মধ্যে দিয়ে এর সূচনা করা হয়। মাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সরকার, ইউপি চেয়ারম্যান নজমুল হুদা। উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২ হাজার ৭৩৮ জন। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ২১০ জন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী সরকার জানান, এবারে প্রথম অনলাইনের মাধ্যমে তালিকা করা হয়। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে যায়। তবে কার্ডধারীরা মাল কম পাবে না। এক সাথে দুই মাসের মাল বিতরণ করা হচ্ছে। ২০১৮ সারের ৩১ জানুয়ারী হতে পুরাতন কার্ডের মেয়াদ শেষ হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply