৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৫/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৫:৫৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের কচাকাটায় ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ

     

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি বিভাগ জানায় এবারে উপজেলায় ২৮ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। যা গতবারের চেয়ে সাড়ে ৭ হাজার বেশী। কোন প্রকার দূর্যোগ না হলে এই লক্ষমাত্রা অর্জন হবে বলেও জানায় কৃষি বিভাগ। ইতিমধ্যে উপজেলার কৃষকেরা ইরি-বোরো চাষের প্রয়োজনীয় বীজতলা প্রস্তুতে নেমেছেন।

তবে সরকারী বীজের চাইতে বেসরকারী উৎপাদিত হাইব্রিড ধানের বীজের প্রতি আগ্রহ বেশী কৃষকদের। এদিকে সরকারী বীজ বিরি-২৮ এবং বিরি-২৯ চাষে আগ্রহ নেই কৃষকদের। খোঁজ নিয়ে জানা যায়, এসব ধানে ছত্রাক রোগের প্রকোপ বেশী হওয়ায় এই ধান চাষে আগ্রহ নেই কৃষকদের।

কৃষকরা জানান, রোগ-বালাই কম এবং উৎপাদন বেশী হওয়ায় হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামছুজ্জামান জানান, গতবারের চেয়ে এবারে বোরো ধানের আবাদ ভালো হবে আশা করা হচ্ছে এবং লক্ষমাত্রা অর্জনে উপজেলা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply