১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪২/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

মাদার তেরেসা  ও যৌতুক বিরোধী সেমিনার

     

 

গবীর দুঃখী অসহায় মানুষকে ভালবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সস্তুষ্টি অর্জন করা যায়। পাওয়া যায় মানুষের ভালোবাসা আর মানুষের ভালবাসার চেয়ে বড় কোন পুরস্কার পৃথিবীতে নেই। যার জলন্ত প্রমাণ মানবতার শেষ ঠিকানা মহিয়সী নারী মাদার তেরেসা। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মানবতার আলোক বর্তিকা মাদার তেরেসা শীর্ষক সেমিনার, যৌতুক বিরোধী নারী সমাবেশ, মাদক বিরোধী যুব সমাবেশ, জেলা সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যৌতুক ও মাদক প্রতিরোধে সর্বমহলের সম্মিলিত প্রচেষ্ঠা ও অংশগ্রহণের কোন বিকল্প নেই। জেলা কমিটির সভাপতি ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন আজিজুর রহমান ছিদ্দিকী। মূল প্রবন্ধ উত্থাপন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নেজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ মধু, নারী ফোরামের চেয়ারম্যান আমিনা বাতেন মৌসুমী, শিক্ষা ফোরামের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলমগীর চৌধুরী ও শিব্বির আহমদ ওসমান, শিক্ষানুরাগী মোঃ জসিম উদ্দিন চৌধুরী, হাজী ছাবের আহমদ, প্রধান শিক্ষক রোগন আরা বেগম, নারী নেত্রী ও জেলা প্রতিনিধি সৈয়দা সাহানা আরা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবর্ধিত মোহাম্মদ মাহতাব উদ্দীন, আবু বক্কর ছিদ্দিকী, মোঃ হোসেন, আবু শাহাদাত চৌধুরী শিপন, শাহাবুদ্দীন, মোঃ শামসুজ্জামান সুমন, সংগঠক আব্দুল ওহাব, হাজী আকতাফ হোসেন আফতাব, শামসুদ্দীন রুবেল, জসিম উদ্দীন আলী, হারুন উর রশিদ দিদার, মিজানুর রহমান, আমির হোসেন সুমন, ডা. মীর হোসেন মাসুম, মোঃ নুর জামাল চৌধুরী, শিক্ষিকা কামরুন্নাহার, শম্পা আক্তার, হোসনে আরা বেগম, নারী নেত্রী রেশমা জাফর, মোহছেনা আক্তার, নুপুর আক্তার, জেসমিন আক্তার জেসমিন, ঝর্ণা আক্তার, ফরিদা বেগম, স্বাধীন বর্মন, মোঃ ইলিয়াছ, মোঃ তিতাস প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply