২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

পরীক্ষামূলক ৫-জি চালু হচ্ছে কাল : জয়

     

থ্রিজির ফোরজির পথ ধরেই দেশে চালু হতে যাচ্ছে ফাইভ জি। দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে এ তথ্য জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড পেজে সজীব ওয়াজেদ লিখেন, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।
জয় লিখেছেন, ‘আগামীকাল (বুধবার) সকালে আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply