৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২৭/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

সাহিত্য সম্মাননা পেলেন কবি আসিফ ইকবাল

     

পেন সাহিত্য সংগঠন পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক সাহিত্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সহ সভাপতি সাহিত্যিক রঞ্জন গুপ্তের সভাপতিত্বে গত ১৪ মে বিকেলে দেশপ্রিয় পার্কের শ্রীমতি কৃষ্ণা সেন হলে অনুষ্ঠিত হয়। পেন পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সাহিত্যিক শ্যামল মুখোপ্যাধায়ের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন পেন এর কার্যকরী সাধারণ সম্পাদক সুগতা চৌধুরী, কবি লপিতা সরকার, কবি তরুণ কুমার মুখার্জী, কবি সমরেন্দ্র দাশ গুপ্ত, সাহিত্যিক রুপকুমার পাল, কবি অধীর ঘটক সংবর্ধিত অতিথি চট্টগ্রাম কবি আসিফ ইকবাল, পশ্চিমবঙ্গের কবি দীপক সরকার, দীপিকা ভট্টাচার্য, কালিপদ বাগছি, প্রবীর কুমার দত্ত প্রমুখ।
সভার শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় বক্তারা বলেন এপার-ওপার বাংলার মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি সকল কিছুতে অভুতপুর্ব মিল রয়েছে। কাঁটাতারে দুদেশের মানুষ হলেও আমরা সকলে বাঙালী। আর বাঙালী হিসেবে নিজেদের গর্বিত মনে করি। আর সাহিত্য সংস্কৃতিই আমাদের মেলবন্ধনের সুযোগ করে দেয়। সাহিত্য মানুষ মননশীল ও উন্নত মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। সভায় বক্তারা আরো বাংলা সাহিত্যের সমৃদ্ধ এপার-ওপার বাংলার কবি সাহিত্যিক অবদান অনস্বীকার্য। আজকের দিনে রবীন্দ্রনাথকে বিশেষভাবে স্মরণ করতে হয়। কেননা রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যের অস্তিত্ব কল্পনা করা যায়না। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের আলোকধারা। সভা শেষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল পেন সাহিত্য সম্মাননা ২০১৮ তুলে দেন কবি রঞ্জন গুপ্ত, কবি শ্যামল মুখোপ্যাধ্যায় সহ অতিথিবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply