১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৫৪/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ

যেকোনো মুহূর্তে পদত্যাগ করবেন অং সান সু চি!

     

শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী ও মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি যেকোনো মুহূর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি নিজে থেকেই সরে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এনএলডি’র একজন মুখপাত্র জানান, সু চির পদত্যাগের খবরের বিষয়টি একেবারেই গুঞ্জন। গত শনিবার এনএলডি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) সদস্যদের এক বৈঠকে সু চি বলেন, তিনি পদত্যাগ করতে চান, যদি সম্ভব হয়। তার এ মন্তব্যের পর এ ব্যাপারে সংবাদ প্রকাশ হয়।

এদিকে গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করেছেন সু চি। অস্ট্রেলিয়াতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে বেশ ক্লান্ত দেখা গেছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় অধিকাংশ সময়ই বিছানায় কাটিয়েছেন সু চি। দীর্ঘ বিমান ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন তার দলের অনেকেই।

ওই সময় সু চির সঙ্গে কথা বলা থেকেও নাকি বিরত থেকেছেন অন্যরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সু চির সাক্ষাৎ ও বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply