২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

ফের বাশঁখালীর এমপি বিতর্কিত!

     

বিপ্লব নাথ (চট্টগ্রাম) 

গত বেশ কিছু দিন ধরে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর টোল নিয়ে নানা খবর প্রকাশিত হলেও আসলে কোনটি সত্য তা জানেনা সাধারণ মানুষ। এ নিয়ে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। একে অপরকে প্রতিপক্ষ করে পাল্টা মতমত ও বক্তব্য দিয়ে নিজেদের বক্তব্য শুদ্ধ বলে দাবি করে আসছে। আসতে কোনটি সত্য ? সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বিদ্যমান টেন্ডারের দাম বাড়িয়ে পুনরায় টেন্ডার আহ্বান করা সংক্রানত্ম খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে সাংসদ তার সাক্ষরিত ওই আবেদনপত্রের বিষয়টি অস্বীকার করেন। সাধারণ ড্রাইভার ও যাত্রীদের অভিমত, দাম বাড়িয়ে পুনরায় টেন্ডার দেয়া হলে তার নেতিবাচক প্রভাব সাধারণ জনগণের উপরেই পড়বে। গত ৪ ফেব্রুয়ারি সওজ চট্টগ্রাম জোন কার্যালয়ে সাংসদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতি বৈঠকও অনুষ্ঠিত হয় বলেও খবর প্রচার করে, তবে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী তার সাক্ষরিত ওই আবেদনপত্রের বিষয়টি অস্বীকার করেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংসদ দাবি করেন, সেতুর টোল বাড়িয়ে পুনরায় টেন্ডারের কোনো আবেদন করেন নি। বিষয়টি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমি ড্রাইভার ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মাননীয় সড়ক ও সেতুমন্ত্রীকে সেতুর টোল কমাতে বলেছি। আগে প্রতি সিএনজি টেক্সি থেকে ৫ টাকা টোল আদায় করা হতো। কিন্তু সেতুমন্ত্রী বলেছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেহেতু সেতুটি ১০৯ মিটারের বেশি, সেহেতু সম্পূর্ণ টোলমুক্ত করা সম্ভব নয়। আইনের বাধ্যবাধকতা আছে। তবে ১৬ টাকা থেকে কমিয়ে সিএনজি টেক্সি প্রতি এখন ৮ টাকা করে নির্ধারণ করতে বলেছেন। তিনি আরো বলেন, কে বা কারা আমার প্যাড ও স্বাক্ষর জাল করে অতীতের ন্যায় ফায়দা লুটার চেষ্টা করছে। এছাড়া তিনি চালকদের বাড়তি এক টাকাও না দিতে অনুরোধ করেন। এ বিষয়ে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী তৈলারদ্বীপ সেতুকে টোলমুক্ত করতে দীর্ঘদিন থেকে সাধারণ জনগণ নিয়ে আন্দোলন করছি। যেটি নিয়ে হাইকোর্টেও মামলা বিচারাধীন আছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply