২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লক্ষ টাকা ছিনতাই, মামলা দায়ের

     

মীর খায়রুল আলম, সাতক্ষীরা
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ২৫ লক্ষ টাকা ছিনতাই করার ঘটনা ঘঠেছে। এই ঘটনায় ঐ ব্যবসায়ী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সূত্র ও ঐ ব্যবসায়ীর ভাই রেজাউল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নলতা চৌমহনি বাজারের গাজী ষ্টোরের মালিক দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের আছমাতুল্লাহ গাজীর ছেলে আশরাফুল ইসলাম খোকন, তার ভাই রেজাউল, তার পিতা ও এক ভাগনে তাদের দোকানের হালখাতার ২৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিল। এসময় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আস্কারপুর ওয়ারপথের মুখে অপর পাশ থেকে ২টি মোটর সাইকেলে করে ৪ জন ব্যক্তি তাদেরকে থামার জন্য সিগনাল দেয়। তারা সেসময় না থেমে সোজা বাড়ি যায়। পিছনে পিছনে ঐ ৪জন ব্যক্তির তাদের বাড়িতে এসে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে।  উক্ত ব্যক্তিরা খোকনের পিতা, তাদের ব্যবহ্নত মোবাইল ফোন ও টাকা নিয়ে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে বলে চলে আসে। এক পর্যায়ে ছিনতাইকারীরা পথের মধ্যে খোকনের পিতাকে ছেড়ে দিয়ে টাকা নিয়ে চলে যায়। এসময় দেবহাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ কালীগঞ্জ উপজেলা থেকে ছিনতাই কাজে ব্যবহ্নত ২টি মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং- সাতক্ষীরা হ ১২-৩৫৪৯ ও সাতক্ষীরা হ ১১-৯৪৭০ এবং মোবাইলগুলো উদ্ধার করে নিয়ে আসে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করার কার্যক্রম চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply