৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৯/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

বেনাপোলে আবারও ১০ পিস স্বর্ণের বারসহ পাসপোর্টযাত্রী আটক

     

 

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে পাচারের সময় ১০ পিস স্বর্ণেরবারসহ মাইন উদ্দিন (২৫) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৫টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
আটক স্বর্ণ পাচারকারীরা হলেন, কুুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধরানী পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, আটক যুবক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠিকতা শেষে ভারতে প্রবেশ করার আগে তার চলাচল সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার পায়ুপথে অভিনব কায়দায় লুকানো ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়।
আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply