২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৩৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

১ নারী শরণার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৭ টেকনাফে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার কালে ১ মানবপাচারকারীকে ১০ দিনের দন্ড

     

 

 

টেকনাফ সংবাদ দাতা:১০ অক্টোবর

চট্টগ্রাম র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃলা এলাকায় একজন দুস্কৃতিকারী মায়ানমার হতে পালিয়ে আসা ১ নারী শরনার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর আনুমানিক দুপুর ২টা বিকেল ৩টা দিকে  ঐ পাচার কারীকে  আটক করেন ।

এ্সময় র‌্যাবের মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে (জনাব প্রনয় চাকমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টেকনাফ, কক্সবাজার এর সহায়তায়) ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ খায়রুল আমিন (১৮), পিতা- আব্দুল আমিন, গ্রাম- বুরাই শিকদার পাড়া, পো- নারাপুর, থানা- নারাপুর, জেলা- মংডু, মায়ানমার’কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। যার মামলা নং যথাক্রমেঃ ৭৯/১৭, ধারা- দঃ বিঃ ১৮৬০ এর ৫০৯।

পরবর্তীতে উদ্ধারকৃত নারী শরনার্থীদেরকে মুসনী শরনার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং দন্ডপ্রাপ্ত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে কক্সবাজার জেলার কারা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে টেকনাফ থানা সূত্রে জানা গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply