২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামকে দাউদকান্দিতে সংবর্ধনা

     

নিজস্ব প্রতিনিধি
বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামকে দাউদকান্দিতে সংবর্ধনা প্রদান করা হয় ২৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায়।
আন্তর্জাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিশ্বের ১০৩ দেশকে পিছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করায় বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের হাফেজ মোঃ তরিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করে আল-খিদমাহ ইসলামী সংস্থা।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কুরআন শুদ্ধ তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিযোগী তরিকুল ইসলাম এ সাফল্য অর্জন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি মালিগাঁও স্কুল মাঠে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরিকুলকে আল-খিদমাহ ইসলামী সংস্থা ক্রেস্ট দিয়ে সম্মামনা প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা।
এসময় তরিকুল ইসলামের বাবা আবুবক্কর সিদ্দিক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার ছেলে দেশের জন্য যে সম্মান ও গৌরব বয়ে এনেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি’। তিনি আরো জানান, ‘তরিকুল আলিয়া মাদ্রাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উর্ত্তীণ হয়ে বৃত্তি পেয়েছে। এবার সে জেডিসি পরীক্ষার্থী’। তিনি দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া চান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply