২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

প্রবাল চৌধুরী ও আইয়ুব বাচ্চুকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন দরকার

     

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রবাল চৌধুরী ৯ম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী সভায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার, নিতাই কুমার ভট্টচার্য্য বলছেন, শিল্পী প্রবাল চৌধুরী ও আইয়ুব বাচ্চু চট্টগ্রামে জন্মগ্রহণ করে এই দেশের সঙ্গীতাঙ্গনকে ব্যাপক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন। তিনি বলেন এই মহান খ্যাতিমান শিল্পীর সৃষ্টিশীল গানগুলো সংরক্ষণ করতে পারলে এ দেশের সঙ্গীতপ্রেমিদের কাছে স্মরণিয় হয়ে থাকবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. আলহাজ্ব নিছার উদ্দিন আহমেদ মঞ্জু প্রধান বক্তার বক্তব্যে বলেছেন, আইয়ুব বচ্চু ও প্রবাল চৌধুরী চট্টগ্রামের নয় বাংলাদেশের অহংকার। কালজয়ী এই মহান দুইজন শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। গত ২৭ অক্টোবর শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা (চবিসাস) আয়োজিত সংগঠনের সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির হোসাইন জীবনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন অতিথি আলোচক- বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মৃনাল ভট্টাচার্য্য, বিশিষ্ট গীতিকার ও সুরকার জেকব ডায়েস, সিএমবি’র সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক লায়ন কাজী নাদিরুজ্জামান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক আলী আহমেদ শাহিন, গীতিকার ও কবি ফারুক হাসান, সংগীত শিল্পী তাপস চৌধুরী, সংগীত শিল্পী মানস চৌধুরী রঞ্জন, কবি ও ছড়াকার তালুকদার হালিম, শিশুসাহিত্যিক রমজান আলী মামুন ও গীতিকার আনিস আহমেদ বাচ্চু। বক্তারা এই গুণী শিল্পীর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন- রোজি চৌধুরী, কাজী আইয়ুব, সজল দাশ, কানন ডায়েস, অমিত দাশ, নুরুল হুদা, এনামুল হক, সজিব মহাজন, আসিফ ইকবাল প্রদীব দাশ পরাগ, রিমন মুহুরী,বিপ্লব দাশগুপ্ত, সাংবাদিক কামাল হোসেন, মো. তিতাস সহ অনেকেই। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় গানে গানে প্রবাল চৌধুরী ও আইয়ুব বাচ্চুকে স্মরণে সঙ্গীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন সাংবাদিক নাসির হোসাইন জীবন, তাপস চৌধুরী, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, ব্যান্ড শিল্পী ইকবাল হোসেন, অভিষেক দাশ, শাহিন রহমান, এস.বি সুমি, মাসুদ, শিপন, নীহা ও মুক্তা দেবী। সংগীত পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ স্বপন কুমার দাশ। সার্বিক তত্ত্বাবধানে সরগম একাডেমী। যন্ত্র সংগীতে কীবোর্ড শামিম, তবলায় – পিপলু ও অক্টোপ্যাডে – সজিব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply