২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ

৮ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জে শ্রমিক সমাবেশ

     

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি
সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধন ও ৮ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা অটো ট্যাম্পু, অটো রিক্রাা (ইমা-লেগুনা-সুজকি) ড্রাইভার্স ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো.মছন মিয়ার সভাপতিত্বে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি সিলেটের সাধারণ সম্পাদক সজিব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি সিলেটের সহ-সভাপতি আব্দুস সালাম, শাহ জামাল, শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউল কবির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই আইনকে সংশোধন করা না হলে আমরা শ্রমিকরা রাস্তায় কোন গাড়ি চলাবো না এবং চলতেও দেবো না। বক্তারা আরো বলেন, ২৮-২৯ তারিখে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি যদি এই আন্দোলনে যদি কোন শ্রমিককে গাড়ি নিয়ে রাস্তায় দেখা যায় তাহলে আমরা ধরে নেবো তারা রাজাকার তারা আমাদের দুশমন আর এর বিচারও তাদেরকে পেতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply