২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

২শ’ কোটি টাকার অলঙ্কার পরে জেলে গেলেন নাজিব রাজ্জাকের স্ত্রী

     

তাঁর পিংক ডায়মন্ডের নুপুর ও নেকলেসের দাম ২শ ১৬ কোটি টাকা। কেবল বয়স কমাতেই ২ লাখ ৪০ হাজার ডলার ব্যয় করেছেন তিনি। তবে এত ব্যয়ের যে সৌন্দর্য, তা নিয়ে থাকতে হবে জেলে! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রীর পরিণতি হয়েছে এমনই।নিউইয়র্ক টাইমস।
বুধবার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে গ্রেফতার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির দায়ে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে তাকে অভিযুক্ত করা হবে।
এর আগে রেশমার বিলাসী জীবন নিয়ে আলোচিত হয় সারা বিশ্বজুড়ে। তার অর্থের যোগান আসতো দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার থেকে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক প্রতিবেদনেও তার অলঙ্কারের দাম নিয়ে আলোচনা করা হয়।
রোশমাহ’র আইনজীবী কে. কুমারেনড্রান এ কথা জানান। রোশমাহ’র স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। স্বামীর মতো রেশমার বিরুদ্ধেও দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply