২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণ

তালায় বেড়িবাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত

     

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের গলাভাঙ্গা এলাকার প্রতিরক্ষা বেড়িবাঁধ ভেঙ্গে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার বিকালে এ বাঁধটি ভেঙ্গে যায়।
এতে ফসলি জমি, মৎস্য ঘেরসহ পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকারবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
মাদরা এলাকার স্থানীয় বাসিন্দা সিরাজুল বিশ্বাস, গোপাল বাছাড়, আ. গফুর, নেপাল বাছাড়সহ অনেকে জানান, কপোতাক্ষের খনন প্রকল্পের আওতায় তালার খেশরা ও জালালপুর ইউনিয়নের পাখিমারা বিলে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৫৬৬ একর জমিতে টিআরএম প্রকল্প চালু করা হয়। টিআরএম প্রকল্পের জমি অধিগ্রহণ, লিংক চ্যানেল খননসহ টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করার কথা থাকলেও ৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ ৫ম বছরের শেষ মুহুর্তেও যেনতেনভাবে বাঁধ দেওয়ার ফলে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এ ঘটনা পানি উন্নয়ন বোর্ডকে জানালেও তারা কোন কর্ণপাত করেনি।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, বেড়িবাঁধ মেরামতের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply