১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১০:৩৩/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

উরুগুয়েকে হারিয়ে শেষ চারে ফ্রান্স

     

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে রাশিয়া বিদায় থেকে নিল উরুগুয়ে। আর শেষ চারে জায়গা করে নিল ১৯৯৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আজ রাতেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ফ্রান্স।
রাশিয়ার নিঝনি নোভগোরোদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুই দলের মনোমুগ্ধকর খেলায় প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে আছে। ৪০ মিনিটে আতোয়ান গ্রিসম্যানের ফ্রিকিকে মাথা ছুঁয়ে গোল করেন রাফায়েল ভারানে।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার মারাত্মক এক ভুলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন গ্রিজমান। সোজা আসা বলটা মুসলেরা ধরতে নাকি পাঞ্চ করতে চাইলেন, সেটা তিনিই ভালো জানবেন! বল তার হাত ফসকে জালে জড়িয়ে যায়।
এর পর উভয় দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পায়নি।
শেয়ার করুনঃ

Leave a Reply