২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় দূর্নীতিমুক্ত টেকসই বাঁধ নির্মাণের দাবী

     

আনোয়ারায় বেড়ীবাঁধ নির্মাণে  গুরুতর অভিযোগ উঠছে। অমাবশ্য ও পূর্নিমায় পুরো ইউনিয়ন লবণাক্ত পানিতে তলিয়ে যায়। একটু বৃষ্টিতে প্লাবিত হয় উপকূলীয় রায়পুর ইউনিয়নের সব কয়টি গ্রাম। সরকার বাধঁ নির্মাণে শত কোটি টাকার অধিক বরাদ্ধও দেয় সুষ্টু বাঁধ নির্মাণ করে উপকূলবাসীকে রক্ষার জন্য।কিন্তু লোপাটকারী দুষ্টচক্র ও পাতি নেতার যোগসাজশে বাধঁ নির্মাণ যথাযথ হচ্ছে না বলে স্হানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।সরকারী টাকার সুষ্টু ব্যবহার না হলে উপকূলবাসী যেমন অরক্ষিত থাকবে পাশাপাশি সরকারেরও সুনাম ক্ষুন্ন হবে।আনোয়ারায় দূর্নীতিমুক্ত টেকসই বেড়ীবাঁধ নির্মাণ এখন এখানকার মানুষের প্রাণের দাবী। এই দাবী বাস্তবায়নে সকলের এগিয়ে আসা উচিত। জনকল্যাণ সংস্হা বাঁধ নির্মাণে সেনাবাহিনীর তদারকী ও তোফায়েল টার্সফোর্সের সহায়তা কামনা করেন।জনকল্যাণ সংস্হার উপদেষ্ঠা ও কার্যকরী কমিটির যৌথ সভায় আলোচকগণ এসব কথা বলেন।

৩০ জুন বিকেল ৫টায় আগ্রাবাদস্হ এক অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা ও সংস্হার সভাপতি এস এম জামাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম. আলী হোসেন এই সভা পরিচালনা করেন।আলোচনায় অংশ নেন উপদেষ্টা ও বীমাবিদ নুরুল আলম, সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী, প্রচার সম্পাদক হাফেজ ইউনুছ ও আপ্যায়ণ সম্পাদক কামরুল ইসলাম। সভায় মুক্ত আলোচনা শেষে কতিপয় সিন্ধান্ত গ্রহণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply