২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারতে চবি উপাচার্য

     

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ জুন ২০১৮ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারত করেন। এ সময় তিনি গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ)’ এর রওজা শরিফ, হযরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী (কঃ),র রওজা শরিফ, অছি-এ গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (কঃ)’র রওজা শরিফ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসূফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র রওজা শরিফ জেয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, শাহানশাহ হক ভান্ডারী (কঃ)’র রওজা শরিফের খাদেম মাওলানা মোহাম্মদ সেলিম উল্লাহ, মোহাম্মদ সাহাবুদ্দীন, চবি কর্মকর্তা চন্দন, ডা. বরুণ কুমার আচার্য বলাই সহ আশেকানে মাইজভান্ডারীগণ। পরিশেষে উপাচার্য মহোদয় গাউসিয়া আহমদিয়া মনজিলের মোন্তাজেম, সাজ্জাদানশীন ডা. হযরত সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (মঃজিঃআঃ) ও গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম, মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ) এর সাথে সাক্ষাত করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply