২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

পটিয়ায় সেতুর উন্নয়ন কাজ পরিদর্শনে সামশুল হক এমপি

     

পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে শ্রীমাই খালের উপর প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন রাজঘাটা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
পরিদর্শনকালে তিনি বলেন, এ অঞ্চলে ৩ কোটি টাকা ব্যায়ে এতবড় সেতু হবে তা কখনই কেউ কল্পনা করতে পারেনি। শ্রীমাই খালের উপর এ সেতু নির্মান এ অঞ্চলের মানুষের প্রানের দাবি ছিল। শেখ হাসিনা সরকারের আমলে এ সেতু বাস্তবায়ন হওয়ায় সাধারন মানুষ আজ খুশিতে আত্বহারা। এ সেতুর কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে, স্বল্প সময়ের মধ্যে রাজঘাটা সেতু পরিপুর্ণ সেতুতে রুপান্তর হবে। এ সেতুর নাম স্থানীয় পীর আবুল খায়ের সুলতানপুরীর নামে নামকরন করার কথা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। সেতুর কাজ শেষ হওয়ার পরপরই সংযোগ সড়কের কাজ শুরু হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংসদ সদস্যের উন্নয়ন সমন্ময়কারী দেবব্রত দাশ, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, এনামুল হক মজুমদার, আব্দুল মাজেদ টিটু, মোহাম্মদ আব্দুল করিম, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের সিদ্দিকী, আবু তৈয়ব সোহেল, আরাফাত শাকিল প্রমুখ।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply