২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

হাসিনা-মোদির এক ঘণ্টার বৈঠক

     

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকটি ছিল দুই সরকার প্রধানের একান্ত বৈঠক। এতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। দুই দেশের সরকারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্র বলছে, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে পাশে চায় বাংলাদেশ- এ বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের দুইদিন আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছিলেন, সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনার এজেন্ডা নেই।

বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে যান। তারা কোনো মন্তব্য না করায় তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সরকারি কোনো কর্মকর্তাদেরও বক্তব্য পাওয়া যায়নি।

আন্তঃযোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে দুই শীর্ষ নেতার মধ্যে কথা হয়ে থাকতে পারে বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ সময় বেলা একটার দিকে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই শীর্ষনেতা। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন।

বাংলাদেশের হয়ে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং দুই দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

শনিবার চুরুলিয়ার কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply