২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার

     

 মুহাম্মদ ফয়সাল হোসেন

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৬৫ নং দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার উদ্যোগে কাগতিয়া দরবার শরীফের তরিক্বত, মাদকমুক্ত সমাজ গড়ার অনন্য পথ শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯মে বুধবার ইন্টারন্যাশনাল সিটিস্থ আল মদিনা রেষ্টুরেন্টের অডিটোরিয়ামে উক্ত এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের এশায়াত উপ-পরিষদের সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বর্তমানে তরুণ সমাজ বিপথে চলছে। ইয়াবার থাবা তরুণ সমাজকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, যার কারণে পরিবারে যেমন অশান্তি সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে সমানতালে। যুবকরা হচ্ছে এই রাষ্ট্রের প্রাণ তাদের যদি সঠিক পথে পরিচালিত করা যায় তাহলে দেশে শান্তি আসবে অনায়েসে। তিনি আরো বলেন- প্রতিটি মানুষ যদি নিজেকে আত্মশুদ্ধি করে ইসলামিক মূল্যবোধে নিজেকে পরিচালিত করে তাহলে সমাজ থেকে হিংসে বিদ্বেষ উঠে যাবে। তিনি কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে- কুরআন সুন্নাহর আলোকে ফয়েজ তাওয়াজ্জুহ দিয়ে মানবের অন্তক্বলবকে যেভাবে পরিশুদ্ধি করে ইনসানে কামেলে রুপান্তর করে তা একবার স্বচোক্ষে দেখার জন্য উপস্থিত মুসলিম জনতার নিকট বিনীত আবেদন রাখেন। এবং কাগতিয়া দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল(দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী, ও দর্শন যে মানব সম্প্রদায়ের জন্য এক মহান দিক-দর্শন তা সকলকে গবেষণা করার জন্য আহবান করেন। মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply