২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

মঈনউদ্দিন চিশতি হাসানসঞ্জরী (র) উরসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

     

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ মিলনায়তনে আগামী ১০ মে বৃহস্পতিবার উপমহাদেশের আধ্যাত্ম সাধক খাজা মঈনউদ্দিন চিশতি হাসানসঞ্জরী (র) বার্ষিক উরশ শরীফ ও শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মাইজভাণ্ডারী গানের জলসা অনুষ্ঠানের প্রস্তুতি সভা মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খাজা গরীবে নেওয়াজ উরশ শরীফ উদযাপন পরিষদের আহবায়ক আল্লামা শায়েস্তাখান আযহারী, মোহাম্মদ আদিল মাহবুব আকবরী, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, মোহাম্মদ ওমর ফারুখ, সৈয়দ জাবের সরওয়ার, মোঃ রেজাউল করিম রুবেল, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, এম.এ হান্নান হোসাইনী, আবুল মনসুর, আবু তালুকদার হাবীব, শাখারুল ইসলাম, খোরশেদ আলম প্রমূখ। সভায় আগামী ১০ মে বৃহস্পতিবার খাজা গরীবে নেওয়াজের বার্ষিক উরশ শরীফে যোগাদান করার জন্য আহবান জানানো হয়।
১৮ এপ্রিল ২০১৮ রাত ৮ ঘটিকার সময় হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্ট কনফারেন্স রুম মিলনায়তনে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর মাসিক আলোচনা সভা সংগঠনের সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফার সভপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আল¬ামা শায়েস্তা খান আল আযহারী, সহ-সভাপতি ফজলুল হক ফজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন সিদ্দীকি, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জাবের সরোয়ার, প্রচার সম্পাদক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, এস.এম. শাহাব উদ্দিন, কাজী মহসিন, এম.এ হান্নান হোসাইনী, জাহিদ সরোয়ার প্রমূখ। আগামী মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর ব্যবস্থাপনায় ছেমা মাহফিল প্রশিক্ষণ চালুর জন্য সভায় মত প্রদান করা হয়। মরমী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম সামগ্রিকভাগে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply