২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

সুনামগঞ্জে ২ বস্তা গাজাসহ আটক জেলহাজতে প্রেরণ

     

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে আল-শামীম এক্সপ্রেস পরিবহণের চালকসহ আটককৃত ৩ ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার দুপুরে আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়,৬ মে রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহি বাস “আল-শামীম এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব-১১-২২৮৮) পরিবহণটি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে আটক করে র‌্যাব ৯ এর ৩নং সুনামগঞ্জ পিভিসির টহলদল। ব্যাপক তল্লাসী করে ঐ গাড়ীটির বাম্পার থেকে ২ বস্তা গাজা আটক করে তারা। পরে যাত্রীদের নামিয়ে আটককৃত ৩জনসহ ঐ বাসটিকে জেলা সদরের মল্লিকপুরস্থ র‌্যাব ৩নং পিভিসির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত ফারুক আহমদের পুত্র ও সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিননগর আবাসিক এলাকার বর্তমান বাসিন্দা ড্রাইভার আল আমিন (৩৮),সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মঈন উদ্দিন (৩৭) ও লক্ষনশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের মৃত সিফাত আলীর পুত্র আমিরুল ইসলাম (৩৫)। র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানান,আটকের পর তাদেরকে র‌্যাব কার্যালয়ে এনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের সহকারী পরিচালক এর সামনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেল বেলা তাদেরকে থানা পুলিশে সোপর্দ করে র‌্যাব ৯ সুনামগঞ্জ পিভিসির টহলদল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের সহকারী পরিচালক সাজেদুল হাসান,এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতরা আল-শামীম এক্সপ্রেস এর চালক হেল্পার। তাদেরকে থানা পুলিশে সোপর্দ করাসহ মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে গত ৬/৫/২০১৮ইং রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত ৬নং মামলাটি আমরাই তদন্ত করে অভিযোগপত্র দাখিল করবো। তদন্তে মাদক বিক্রেতা,ক্রেতা ও সরবরাহকারীসহ আরো অনেকের নাম বেরিয়ে আসবে। যাত্রীরা জানান,এর আগে আল-শামীম এক্সপ্রেস পরিবহণে ৩বার অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করে পুলিশ। কিন্তু প্রতিবারই রহস্যজনকভাবে রেহাই পেয়ে যায় তারা। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানান,এবার চালক হেল্পারদের আটক করার পাশাপাশি আল-শামীম পরিবহণটিও জব্দ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply