২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

মে দিবসের সমাবেশে মাহজাবীন মোরশেদ এমপি

     

জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মাহজাবীন মোরশেদ এমপি বলেছেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে পল্লীবন্ধু এরশাদ এদেশের বঞ্চিত মেহনতি মানুষদের কল্যাণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেসময় সরকারি রুগ্ন কলকারখানা সংস্কার ও নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ বেকার তরুন তরুনীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। শ্রমিকের আবাসিক সমস্যা সমাধানে শ্রমিক কলোনী, স্বাস্থ্য সমস্যা সমাধানে শিল্পাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, শ্রমিকের সন্তানদের পড়ালেখা সুযোগ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। অবহেলিত শ্রমিকের জীবন মান উন্নয়নে দুই ঈদে দুটি বোনাস, বেতনের সমপরিমাণ গ্র্যাচুয়াটি প্রদান করেছিলেন। পরবর্তী সরকারগুলো শ্রমিক ছাটাইয়ের নামে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করেছেন। তাই দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ডাকাতি রাহাজানি বেড়ে চলেছে। এ অবস্থায় শ্রম বান্ধব সরকার প্রতিষ্ঠা করে বেকারমুক্ত দেশগঠনে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে পুনরায় দেশ পরিচালনায় দেখতে চায় মুক্তিকামী জনতা। তিনি শ্রমিকের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা প্রদানে সরকারকে আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি আজ ১ মে বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নিমতলা বিশ্বরোড চত্ত্বরে নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দিলুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, সহ সভাপতি কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আবদুর করিম রাজু, নগর মহিলা শ্রমিক পার্টির সভাপতি মরিয়ম বেগম, নগর জাতীয় সাংস্কৃতিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী আলী আকবর, আনোয়ার হোসেন ফিরোজ, ইপিজেড থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, নগর ছাত্রসমাজের সভাপতি রাশেদুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক আবু হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, আমিন জুটমিল শ্রমিক পার্টির সভাপতি হাফিজুর রহমান মিন্টু, মার্চেন্ট শ্রমিক পার্টির সভাপতি কামরুজ্জামান, মিজানুর রহমান মিজান, মটরযান শ্রমিক পার্টির সভাপতি মনির হোসেন, হালিশহর থানা সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো: শওকত, শ্রমিক নেতা প্রদীপ দাশ মানু, মো: ইউসুফ, মো: কিসলু, শান্ত সিকদার, জাবেদ হোসেন, মো: ইসমাইল, কলি আক্তার প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর ৩নং গেইটে এসে শেষ হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply