২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল- গৃহায়ন ও গণপূর্ত

     

মিরসরাই, চট্টগ্রাম সংবাদদাতা
শেখ হাসিনা সরকার চ্যালেঞ্জ করতে পারে বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় আছে মাত্র ১৬ বছর। অন্যদিকে বাকি ৩০ বছর দেশ শাসন করেছে বিএনপি। বিএনপি ত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও দেশের যে উন্নয়ন করতে পারেনি আওয়ামী লীগ সরকার মাত্র ১৬ বছর ক্ষমতায় থেকে হাজার লক্ষগুণ বেশি উন্নয়ন করতে পেরেছে। এটা কি আমাদের মুখের কথা? না। এটা আজ ইউরোপ আমেরিকা ও বিশ্ব ব্যাংকের কথা। বিরোধী দলের নানা মুখী ষড়যন্ত্রের পরও সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। দেশের জরগণও এখন বুঝে গেছে দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। কোন ষড়যন্ত্র আওয়ামীলীগের উন্নয়নকে থামিয়ে রাখতে পারবে না।

আজ ৭ এপ্রিল (শুক্রবার) মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এই কথা বলেন।

৯ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল বাসার ফারুকের সঞ্চালনায় সভাপতি রবিউল হোসেন রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাাহঙ্গির কবির চৌধুরী, সাবেক প্রশাসক আজাহারুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, উত্তর জেলা ছাত্র লীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ বাবু. উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুব লীগ নেতা ইফতেখার রাসেলসহ প্রমুখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য খুরশেদ আলম আজাদ, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মাহজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক কাজী নুর উদ্দিন, মো. জিয়াউল, সামসুল হুদা সহ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply