২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

দূর্গত এলাকা হিসাবে ঘোষণার দাবীতে ঢাকাস্থ সুনামগঞ্জ যুব পরিষদের উদ্যোগে মানবন্ধন

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার পাকা ধান তলিয়ে যাওয়া এবং হাওড়ের বাঁধ ভেঙ্গে যাওয়ায় সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা হিসাবে ঘোষণার দাবীতে সুনামগঞ্জ যুব পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. হালিম দাদ খান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন। এতে বক্তব্য রাখেন যথাক্রমে ঢাকাস্থ পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর নেতা কামাল পাশা চৌধুরী, কামরুল হাসান চৌধুরী, জাকিয়া শিশির, আবু নাসের খান, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির বোরহান উদ্দিন আহমেদ, মিহির চন্দ্র দাস, মাহবুবুল আলম মালু, নাজমুল ইসলাম লাকী, আব্দুল হান্নান, উমর ফারুক, এডভোকেট হাসনাত কাইয়ুম, এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, ভাস্কর রাশা, কৃষিবিদ রফিক চৌধুরী, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু,সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই, রইছ উদ্দিন আহমেদ, জাহিদ জগত, মিহির বিশ্বাস, সাইফুল হক, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার, ফারজানা আফরোজ আশা, মাহবুব খান, প্রকৌশলী ড. এনামুল হক, এসএম সেলিম আহমেদ মিঠু ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply