২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

খালেদা জিয়া ও মোরশেদ খানের রোগ মুক্তি কামনা

     

আজ বাদে জোহর বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দগাঁও থানা শাখা ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে চান্দগাঁও থানা শাখার দলীয় প্রধান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন, কারাবন্দি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও এম মোরশেদ খানের জন্য মহান আল্লাহতায়ালার দরবারে প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও জিয়া শিশুকিশোর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, চান্দগাঁও থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর মোহাম্মদ আজম, চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শরীফ উদ্দিন খান, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদুল কবির রানা, মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ খান, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ নছরুল্লাহ চৌধুরী, এস.এম. নুরুল আলম, তসলিম উদ্দিন, যুবদল চান্দগাঁও থানা শাখার আহবায়ক যুবনেতা জাফর আহমদ, নগর ছাত্রদলের অন্যতম নেতা এস.এম. মোশারফ উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, আবু তাহের, মনছুর আলম, হাজী কামাল উদ্দিন, হাজী আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবু, জানে আলম, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ আলমগীর, ফিরোজ চৌধুরী, মোহাম্মদ হারুন, ওসমান গণি, মোহাম্মদ করিম, যুবদল নেতা ওমর ফারুক, মোহাম্মদ শাহেদুল আলম, গাজী সেলিম, এস.এম. মামুন, মোহাম্মদ শাহজাহান, ফজল কবির, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইয়াছিন, মোঃ মনজুরুল আলম, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ খোরশেদ, আবদুর রহিম, আবু সৈয়দ, মোহাম্মদ আলম, ছাত্রদল নেতা আবু সৈয়দ রাসেল, মোহাম্মদ আবদুল হাকিম, তারেকুর রহমান, আরিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রাশেদুল আলম, মোঃ ইকবাল, মোঃ আলমগীর (ছোট), মোহাম্মদ হোসাইন টিপু, সরোয়ার, মোঃ হানিফ, মোহাম্মদ নিয়াজ প্রমুখ। দোয়া মাহফিলে আলোচনা করতে গিয়ে মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বিভিন্ন রোগে আক্রান্ত। সরকার যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তাহলে এদেশের জনগণ ধরে নেবে বেগম খালেদা জিয়াকে এই সরকার কারাগারে রেখে হত্যা করতে চায়। সত্তরোর্ধ্ব তিন তিনবারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী প্রধানের স্ত্রী খালেদা জিয়াকে বর্তমান সরকার মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে আদালতের রায় নিয়ে কারাগারে রেখে মানসিক নির্যাতনের চালিয়ে মৃত্যুর দিকে ধাবিত করছে। এই হীন কর্মকাণ্ড থেকে সরকার যদি সরে না আসে তাহলে যেকোনো দুর্ঘটনার জন্য সরকারকে এদেশের জনগণের নিকট দায়ী থাকতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি আরো বলেন, আমাদের চট্টগ্রামের সন্তান সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দুদকের মামলায় জড়িয়ে সরকার যে খেলায় নেমেছে তা বন্ধ করতে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হযরতুল আল্লামা আলহাজ্ব মুফতি আনোয়ারুল হক কাছেমী (ম.জি.আ.)।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply