২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

সন্তানদের জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে :আবদুচ ছালাম

     

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ বিকালে চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। সভার উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শাহেদা ইসলাম বলেন, একটি বিদ্যালয় মানে একটি আলোকধারা। এখান থেকে শিক্ষার আলো নিয়ে শিক্ষার্থীরা সারাদেশে ছড়িয়ে যায়, এমন কি সারা বিশ্বে। একজন ছাত্রকে কেবল মেধাবী হলে হবে না, তাকে হতে হবে দেশপ্রেমিক, সৎ ও নিষ্ঠাবান। ন্যায়, নিষ্ঠতা ও স্বদেশ প্রেম না থাকলে কোন মেধাই জাতির কোন কল্যানে আসবে না। উদ্বোধনকালে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, অভিভাবকদের যথাযথ ভূমিকা না থাকলে কোন বিদ্যালয় এককভাবে বিদ্যালয় তথা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন দুরুহ হয়ে যায়। সকলের সহযোগিতা ছিল বলেই চট্টগ্রাম এর নামজাদা স্কুলগুলোর সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের শিক্ষার মান উন্নয়নে সিডিএ’র উদ্যোগের সাফল্য আজ সর্বজন বিদিত। আজকের শিক্ষার্থীদের সঠিক পরিচর্যা দিলে তারা হবে জাতীয় সম্পদ। সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ও শিক্ষক মাসুদ রানা, সালমা আকতার, নূরুল মোস্তাফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নগরীর গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply