২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বাবা নিহত

     

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকায় দুই সংসারের ছেলে-মেয়েদের ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের হায়দারাবাদ এলাকায় নিজ বাড়িতে দুই স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতেন রাজ্জাক মোল্লা। বিকেলে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সাদেক মোল্লা বলেন, দীর্ঘ দিন ধরে তাদের দুই সংসারের ছেলে-মেয়েদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিলো। শুক্রবার বিকেলে রাজ্জাক মোল্লার আগের ঘরের ছেলে বিল্লাল মোল্লা ও খোকন মোল্লা এবং পরের ঘরের সুমন মোল্লা ও স্বপন মোল্লাসহ তাদের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মারধরে আহত হয়ে রাজ্জাক মোল্লা মারা যান।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply