২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

সড়কগুলি রূপ হারিয়ে অন্য রূপ ধারণ রামগঞ্জে দানবীয় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে সড়কের করুন দশা

     

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জ উপজেলায় ইটভাটার সংখ্যা ২৩ টি। ইটভাটার মাটি টানার ট্রলি ও ইট বহনকারী ট্রলির সংখ্যা ৫ শতাদিক ট্রলি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটা ইট বহনসহ যাতায়াতে স্থানীয় সড়কগুলি সাবেক রূপ হারিয়ে অন্য রূপ ধারণ করেছে। যা এক কথায় বুঝায়, পিচ ঢালাইর কালো রংটি হারিয়ে হলুদ পাউডারে রূপান্তরিত হয়েছে। যা নিঃশ্বাসের সাথে জনজীবন যেমনি অতিষ্ট তেমনি করে ফসলাদির ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ১০টি ইউপি’র দু একটি ছাড়া প্রত্যেকটি ইউপিতে ইট ভাটা রয়েছে। ইট ভাটার মালিকদের সাথে আলাপ করে জানা যায়, ব্যবসায়িক কারণে আমাদেরকে মাটি টানার কাজে ট্রলি ব্যবহার করা লাগে। এর পাশাপাশি তারা বলে আমাদের কাছ থেকে বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ দিবস পালন করার জন্য প্রশাসনকে চাঁদা দেওয়া লাগে। সাধারণ ভূক্তভোগীদের থেকে আলাপ করে জানা যায়, পাশ্ববর্তী উপজেলা ফরিদগঞ্জ, চাঁদপুর, হাজীগঞ্জ, চাটখীলসহ অন্যান্য উপজেলায় ট্রলি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে রামগঞ্জ উপজেলায় হরহামেশা ট্রলি চলাচল করছে। যাহা নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা আছে বলেই মনে হয় না। আক্ষেপ করে সত্তর উর্দ্ধ বয়স্ক মুসলিম মিয়া বলেন, “বেড়ায় ক্ষেত খাইলে যাবো কোথায়”। এ ব্যাপারে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসন একমত হয়ে কাজ করলে এমনটি হওয়ার কথা নয়। এ ব্যাপারে ট্রলি মলিক লিটন মিয়ার সাথে কথা বললে তিনি জানান আমাদের ট্রলি মলিক সমিতি আছে যার মাধ্যমে প্রশাসন ম্যানেজ করেই আমাদের ট্রলি রাস্তায় চলে। ইটভাটার মালিক স্বপন মিয়া জানায় আমাদের ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা। রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া সে আমাদের সহযোগিতা করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply