২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:০৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলার চার্জসীট

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাত্রী ধর্ষণ মামলার চার্জসীট দাখিল করেছে থানা পুলিশ। মেডিকেল রিপোটের ভিত্তিতে মামলার ২৮দিনের ব্যবধানে শিক্ষকে অভিযুক্ত করে মামলার চার্জসীট আদালতে দাখিল করে তদন্তকারি কর্মকর্তা এসআই ইজার আলী। চাজসীটে জানা গেছে ওই ছাত্রীর সাথে শিক্ষকের ধর্ষনের সত্যতা রয়েছে।
উপজেলার চন্ডিপুর আলহাজ্বল তহুরন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারি শিক্ষক এএফএম সাজ্জাদুল করিম টিপু পশ্চিম চন্ডিপুর গ্রামের চঞ্চল মাহমুদের কন্যা এবং ওই বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রীকে সাজেশন দেয়ার প্রলোভন দেখিয়ে কাল ক্ষেপন করে সুকৌশলে বিদ্যালয়ের শ্রেনিকক্ষে নিয়ে গিয়ে গত বছরের ২৬ ফেব্রয়ারি প্রথম বার ধর্ষণ করে। ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারন করে রেখে ইন্টারনেটে ছেড়ে দেয়ার কথা বলে প্রতি মাসে বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসে। সর্বশেষ গত অক্টোবর মাসের ১৫ তারিখের ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মাকে জানায়। এর পর গত ২৯ নভেম্বর শিক্ষক সাজ্জাদুল করিমের বিরুদ্ধে সভাপতি/প্রধান শিক্ষককের নিকট যৌন হয়রানির বিচার চেয়ে লিখিত আবেদন করেন ছাত্রীর বাবা চঞ্চল মাহমুদ। বিষয়টি জানাজানি হলে বিক্ষুদ্ধ হয়ে উঠে এলাকাবাসী । গত ২ডিসেম্বর এলাকাবাসী শিক্ষককের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়ের শ্রেনিকক্ষে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়ে বার্ষিক পরীক্ষার কারনে বিদ্যালয়ের তালা খুলে দেন। গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বিকালে উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে আসতে বলেন। এরই এক পর্যায়ে ছাত্রীর বাবা চঞ্চল মাহমুদ বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন আইনে ওই শিক্ষককের বিরুদ্ধে মামলা করলে পুলিশ উপজেলা পরিষদ চত্বর হতে ওইদিন সন্ধ্যায় সাজ্জাদুল করিমকে গ্রেফতার করে । বর্তমানে সাজ্জাদুল করিম জেল হাজতে রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply