২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধে বিজিবির মতবিনিময়

     

মীর খায়রুল আলম,সাতক্ষীরা
মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূল করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা বিজিবি ক্যাম্পের আয়োজনে ক্যাম্পে শিক্ষক, সাংবাদিক, সুধীজনদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে মত বিনিময় করেন দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জিন্নাত আলী শেখ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দেবহাটা কলেজের প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কে.এম রেজাউল করিম, অর্থ সম্পাদক এম.এ মামুন প্রমূখ। এসময় বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বয়ে চলা ইছামতি নদী দিয়ে অবৈধ পথে চোরাচালানী পণ্য, মাদক পারাপার যাতে না হয় সে ব্যাপারে বিজিবি কঠোর
নজরদারি রেখেছে। সাথে সাথে এলাকার শান্তি রক্ষায় এবং সরকারের উন্নয়নকে বাস্তবায়ন করতে বিজিবি কাজ করছে। তাছাড়া পূর্বের তুলনায় সীমান্ত অপরাধ কমিয়ে আনার পাশাপাশি চোরাচালান পুরোপুরি বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে।অপরাধীদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগীতা করার অনুরোধ জানানো হয়। মুক্তআলোচনায় বিজিবির কর্মকান্ডের প্রশংসা পাশাপাশি বক্তরাদের
বিভিন্ন  প্রশ্নের উত্তর সঠিক ভাবে উপস্থাপন করায় ধন্যবাদ জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply