২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:২৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

জয়যাত্রার উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

     

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জয়যাত্রার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট এস এম রাশেদ চৌধুরীর সভাপতিত্বে এবং জয়যাত্রার সমন্বয়ক পার্থ নন্দীর সঞ্চালনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রতন কুমার রায়, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট আবু হানিফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬ নং ওর্য়াড কাউন্সিলর হাবিবুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন জয়যাত্রার অন্যতম সমন্বয়ক মানিক হোসেন এবং বাংলাদেশ কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কান্তি নাথ মহাজন,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য অজয় ধর, এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী আইনছাত্র পরিষদ বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল হাসান রিপন, সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য্য এবং সুফল পাল, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের গনশিক্ষাবিষয়ক সম্পাদক সৌরভ দাশ,জয়যাত্রা পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মেহেদী হাসান এবং সাধারন সম্পাদক নিলয় বিশ্বাস,জয়যাত্রা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম দিদার, ইখতিয়ার রনি, মায়ান,ধীমান শুভ্র,শরীফ,সরুপ এবং বায়েজিদ থানা জয়যাত্রার সমন্বয়ক মোঃ আরিফুর ইসলাম হৃদয় এবং জয়যাত্রার পাহাড়তলি শাখার সমন্বয়ক রাকিবুল ইসলাম, রিকি রেবেরো, আকবর শাহ থানার সমন্বয়ক গাজি সোহেল, চাঁদগাও থানার সমন্বয়ক মাইনুদ্দিন, কতোয়ালী থানার সমন্বয়ক পিয়াল দাশ,তৌহিদুল ইসলাম, নয়ন, বিধান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন ৫২ বিজয়ের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, ৫২ সালেই স্বাধীনতার বীজ বোপন হয়েছিল যার দীর্ঘ আন্দোলন সংগ্রাম একসময় স্বাধিকার আন্দোলনে রূপ নিয়েছিল। আলোচনা সভা শেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply