২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০৪/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:০৪ পূর্বাহ্ণ

শিশুদের সঠিক বিকাশে উপযুক্ত পরিবেশ ও সকল সুবিধা নিশ্চিত করতে হবে

     

লালখান বাজারস্থ বাটালী হিল “শতায়ু অঙ্গণে” বিশ্ব শিশু দিবস উপলক্ষে মীনা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ২০ নভেম্বর ‘চিলড্রেন আর্ট ক্যাম্প’ এর আয়োজন করে। মীনা ফাউন্ডেশনের সিইও রাশেদ রাহগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ‘লাভ দ্যা পুওর চিলড্রেন’ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সাংবাদিক মুনীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী নোমান উল্লাহ বাহার। আর্ট ক্যাম্পে ২২ জন শিশু অংশগ্রহণ করে যাদের মধ্যে ৭ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের চীফ অপারেটিং অফিসার রাসেল আহমেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাফশীর আহমেদ, ইকো ফ্রেন্ডস্’র সাংগঠনিক সম্পাদক কাইয়ুমুর রশিদ বাবু, ভলান্টিয়ার তৌহিদুল ইসলাম, নাদিম হোসাইন, আফরিন ওমায়রা, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন এস.এম. নোমান, ইউনিসেফ এর বিশ্ব শিশু দিবসের কর্মসূচীর ডাকে সাড়া দিয়ে মীনা ফাউন্ডেশন এই ‘চিলড্রেন আর্ট ক্যাম্প’ এর আয়োজন করে। বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “টু গিভ চিলড্রেন এ ভয়েস”। অনুষ্ঠানে মুনীর চৌধুরী বলেন, শিশুরাই দেশের আগামী কর্ণধার। তাই তাদের সঠিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ ও সকল সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি শিশুদেরকে শিল্পচর্চা ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করেন। নোমান উল্লাহ বাহার বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সব স্তরের মানুষকে সুনির্দিষ্ট ভূমিকা রাখতে হবে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশেদ রাহগীর সবাইকে ধন্যবাদ জানিয়ে শিশুদের জন্য অবিরতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply