২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৯/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে পুলিশের বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

     

গোলজার রহমান
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর ও এসআই জহুরুলের অপসারণের দাবীতে এলাকাবাসি বিক্ষোভ করেছেন।
গত রোববার সন্ধ্যায় এএসআই আলমগীর বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন চায়ের দোকানে চা-পানরত পূর্ব মনমথ গ্রামের শফিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলামকে আটক করে তল্লাশিকালে ইয়াবা ট্যাবলেট জামার পকেটে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বলে চর-থাপ্পর মেরে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজন এএসআই আলমগীরের আচরণে ক্ষিপ্ত হয়ে নিরীহ জহুরুল ইসলামকে আটকের প্রতিবাদ জানাতে থাকে। এপর্যায়ে এসআই জহুরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জোর পূর্বক আটককৃত জহুরুল ইসলামকে পুলিশ ফাড়িতে নিয়ে যায়। পুলিশের হয়রানী মুলক আচরণে এলাকাবাসি ফুসে উঠে রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল করতে থাকে। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটককৃত জহুরুলকে ছেড়ে দিলেও বিক্ষোভ থামেনি। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন। এদিকে জহুরুল অভিযোগ করে বলেন আমার নিকট থাকা গরু বিক্রয়ের ৪১ হাজার টাকা ও স্যামস্যাং মোবাইল সেট পুলিশ নিয়েছে এবং ইয়াবা ট্যাবলেট দিয়ে আমাকে হয়রানীর চেষ্টা করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাসানোর চেষ্টা সঠিক নয়। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply