৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৪/ সোমবার
মে ৬, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুরে বেতন বোনাসের দাবিতে এআরএইচ নিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে।

২৩ আগস্ট বুধবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের কোনাবাড়ির কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, জুলাই মাসের বেতন ও ঈদ-উল আজহার বোনাস গত ২০ আগস্ট প্রদানের কথা থাকলেও কর্তৃপক্ষ তা আজও না দিয়ে টালবাহানা করতে শুরু করে। শ্রমিকরা বুধবার দুপুর পর্যন্ত বকেয়া বেতন ও বোনাসের টাকা প্রদানের কোনো আশ্বাস না পেয়ে তারা প্রথমে বিক্ষোভ ও পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে এ মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে শ্রমিকরা কর্মসূচি পালনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা বা ভাঙচুর করেনি। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply