২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী ছিলেন একজন সততার পথিক ও ধর্মভীরু মানুষ ছিলেন

     

 

পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তানজিমুল মোছলেমিন এতিম ও হাফেজখানায় সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি তাসদিক উদ্দীন চৌধুরী ও সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম সিকু’র স্মরণে দোয়া ও ইফতার মাহফিল সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আবু জোবায়ের রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বোয়ালখালী পৌরসভার জনপ্রিয় মেয়র জহুরুল ইসলাম জহুর।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাসনিম উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ উত্তম কুমার আর্চায, চট্টগ্রাম ফলমন্ডী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ব্যবসায়ী হাজী মোঃ আলমগীর, হাজী জেবল নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এমজাদ হোসেন টিপু, শিক্ষানুরাগী মিজানুর রহমান মনছুর, পূর্বাশার আলোর সাবেক সভাপতি নোমান উল্লাহ বাহার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিএম মোসলেহ উদ্দিন, নুরুল কবির, কোরবান আলী, মোঃ আলমগীর, ওমর ফারুক, হাজী আবদুল মান্নান, আসিফ ইকবাল, এডভোকেট বেলাল, মোঃ মোরশেদ, মাহফুজুল করিম, সাইফুদ্দিন খালেদ, মহি উদ্দিন হেলালী, আবদুল্লাহ বিন রিদওয়ান, হাবিবুর রহমান, সৈয়দ আরমান, সোহেল রানা, শাহরিয়ার জয়, আশরাফুল ইসলাম শাকিল, মোঃ এমরান, মোঃ রাকিব, রিদওয়ানুর রহমান, ইয়াসির আরাফাত, সাইমন, তুষার, আলফাজ হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূর্বাশার আলো’র সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আল মামুন আলকাদেরী। বক্তারা বলেন প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী একজন নির্ভেজাল সাদা মনের ধর্মভীরু মানুষ ছিলেন। এদেশে হেলাল উদ্দীন চৌধুরীর মতো মানুষ বড়ই প্রয়োজন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply