২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৪২/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারার রায়পুর ইউনিয়নে হু্ হু করে ঢুকছে জোয়ারের পানি

     

অরক্ষিত রায়পুর ইউনিয়নে হু্ -হু করে ঢুকছে জোয়ারের পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট।অবর্ণনীয় কষ্টে আছে এলাকাবাসী।জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গহিরা অঞ্চলের বিস্তৃত এলাকা।

বেড়ীবাঁধ না থাকায় এই দশা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করছে।অথচ রিংবাঁধের নামে কতিপয় ঠিকাদারী প্রতিষ্ঠান লুটে খাচ্ছে বাঁধের নামে টাকা ।

আজ ১১ টা নাগদ জোয়ার হয় তখন ২শতাধিক পরিবার রান্না করতে পারে নাই।তাই গহিরাবাসি আজ উপহাস দিনযাপন করছে।এক হাঁটু পানির মধ্যে তাদের  বাস করতে হচ্ছে।কিছু স্কুল ও মাদ্রাসা ছাত্রছাত্রী দেখলাম কান্নার আহাজারি তাদের মুখে একটা ব্যাখ্যা কিভাবে তাদের ঘরে যাবে। ।তাদের কাছ থেকে জানা যায় মোরা আর রোহানুর মতো বড় ঘুর্ণিজড় তাদের এতটুকু ক্ষতি হয়নি আজ যতটুকু ক্ষতি হয়ছে তারা আরো জানান সরকারি যত দ্রুত সম্বভ স্থায়ী বেড়িবাঁধ বাস্তবায়ন করতে।

এদিকে প্রবল বৃষ্টি আর জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছেআনোয়ারার জুইদন্ডী ইউনিয়নের কয়েক হাজার মানুষ।  বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীসহ অসংখ্য মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply