২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত

     

 মো. নাঈম
 ঝালকাঠিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ আগষ্ট ২১ সকালে পৌর শহরের পোষ্ট অফিস সড়কের শ্রীশ্রী মদন মোহন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশে শান্তি অটুট রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সহযোগীতায় বাংলাদেশকে বিশ্ব দরবারের কাছে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অমল কৃষ্ণ দাস। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা। এর আগে সকালে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানার নিয়ে খন্ড খন্ড র্যালী নিয়ে ভক্তরা অনুষ্ঠানস্থলে আসেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply