২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আইয়ুব মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও শোক প্রকাশ

     

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ সারা টাওয়ার নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব মিয়া (৭১)  ৪ আগস্ট ২০২১ ইংরেজি বুধবার সকাল ১১টায় নগরীর জিইসি মোড়স্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি স্ট্রোকজনিত রোগে ভূগছিলেন। একই দিন বুধবার বাদে মাগরিব নগরীর দামপাড়াস্থ হযরত গরীব উল্লাহ শাহ (রঃ) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-কাট্টলী সার্কেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাসানের নেতৃতে খুলশী থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আইয়ুব মিয়াকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন হালিশহর থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাসান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে হযরত গরীব উল্লাহ শাহ (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাযায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, হাটহাজারী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম, সাইফুদ্দিন হাসান শাহী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগ নেতা সরফরাজ খান হিরু, নাইট সারা এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আইয়ুব মিয়া। শোক ঃ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply